বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে তারাবো পৌরসভার রূপসী এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, নারায়ণগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় আফরোজা আব্বাস তার বক্তব্যে বলেন, আমাদের গণতন্ত্রের মাতা যাকে আমরা কিছুদিন আগে হারিয়ে ফেলেছি। আসলে তিনি হয়তো পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তিনি আমাদের সবার অন্তরে আছেন। তিনি অন্তর থেকে আমাদের প্রতিনিয়ত শিক্ষা দিয়ে যাচ্ছেন এবং মাথার উপর ছাতা দিয়ে যাচ্ছেন। তিনি সবসময় ভালবেসে ছিলেন। তিনি কখনো আমাদের ছেড়ে যাননি। তিনি সব সময় এ দেশকে ও এদেশের মানুষকে ভালবাসতেন। দেশকে নিয়ে চিন্তা করতেন। উনার সেই প্রতিদান দেওয়ার সময় এসেছে। আগামী ১২ তারিখ এদেশে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিপুল ভোটে দলকে জয়যুক্ত করে আমরা তা দেখিয়ে দিব। অনেক দল অনেক কথা বলবে তাদের কথা যেন মাথায় না নেই। কারণ তারা আমাদের মত অত্যাচারের শিকার হয়নি। আমরা অনেক অত্যাচারের স্বীকার হয়েছি।
তিনি আরো বলেন, আমাদের চেয়ারম্যান অনেক বিশ্বাস করে ভালোবেসে দিপুকে আপনাদের হাতে তুলে দিয়েছেন। আপনারা ১২ ফেব্রুয়ারী নির্বাচনে তাকে বিপুল ভোটে জয় যুক্ত করবেন। ইনশাল্লাহ ১২ই ফেব্রুয়ারি আমি আবার এসে আপনাদের সাথে আনন্দ মিছিল করব।




Comments