Image description

ইরান পরিস্থিতি ও চলমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে আলোচনার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমালিয়ার সভাপতিত্বাধীন নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, নিরাপত্তা পরিষদের সূচি সংক্রান্ত একটি নোটে এই বৈঠকের বিষয়বস্তু হিসেবে ‘ইরান পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং’ উল্লেখ করা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের অনুরোধেই এই জরুরি বৈঠকটি আহ্বান করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এবং বিক্ষোভকারীদের ওপর কর্তৃপক্ষের কঠোর দমন-পীড়নের বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।