ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে আসন বণ্টন সংক্রান্ত সমঝোতার জন্য ১০ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেননি।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদের প্রমুখ।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনও হয়নি। বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চলছে, এবং পরিস্থিতি চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
জানা গেছে, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সমঝোতার আলোচনায় থাকা ১১ দলের মধ্যে আসন বণ্টন নিয়ে টানাপোড়েন তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের মধ্যে অবিশ্বাস ক্রমেই বেড়েই চলেছে।
গতকাল বুধবার সমঝোতায় থাকা দলগুলো পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত করে, যেখানে আসন বণ্টন চূড়ান্ত ঘোষণা করার কথা ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা জানান, সংবাদ সম্মেলনের বিষয়ে তারা গণমাধ্যমের মাধ্যমেই অবহিত হয়েছেন। জামায়াতে ইসলামী পরে জানিয়েছে, প্রস্তুতির ঘাটতির কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments