বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শেষ পর্যন্ত ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি এম নাজমুল ইসলামের ক্রিকেটারদের আয়, অবদান ও ভূমিকা নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্য দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিষয়টি নিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), জাতীয় দলের ক্রিকেটার ও অধিনায়কেরা প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন এবং তার পদত্যাগের দাবি তোলেন।
বৃদ্ধি পাওয়া চাপের মুখে বিসিবি অবশেষে এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
মানবকণ্ঠ/আরআই




Comments