Image description

দেশের স্টিল কাঠামো ও শিল্প অবকাঠামো খাতের অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান এমএআরএন স্টিল স্ট্রাকচার লিমিটেড জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের বার্ষিক ব্যবসায়িক সভা এবং ১২ বছর পূর্তি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছে।

প্রতিষ্ঠানটি গত ১২ বছর ধরে স্টিল কাঠামো নকশা, নির্মাণ ও স্থাপন সেবায় অসাধারণ দক্ষতা, নির্ভরযোগ্যতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করে আসছে। গুণগত মান, নিরাপত্তা এবং সময়ানুবর্তিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এমএআরএন স্টিল স্ট্রাকচার লিমিটেড দেশের শিল্প ও অবকাঠামো খাতে একটি বিশ্বস্ত ও সুপ্রতিষ্ঠিত নাম হয়ে উঠেছে।

অনুষ্ঠানে গত এক বছরের সার্বিক কার্যক্রম, আর্থিক অগ্রগতি, সম্পন্ন ও চলমান প্রকল্প, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। একই সঙ্গে দেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে প্রাক-প্রকৌশলিত স্টিল কাঠামো শিল্পের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনোয়ার হোসেন পাঠান, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুর রহিম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোছাঃ নাজমুন নাহার, পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ওয়াসিম আকরাম, আ.ন.ম. আবুল খায়ের, মোঃ বেলাল হোসেন, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার ইউনুছ আলীসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মনোয়ার হোসেন পাঠান বলেন, “আমাদের ১২ বছরের এই যাত্রা কেবল একটি প্রতিষ্ঠানের সাফল্যের গল্প নয়, এটি আস্থা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার প্রতিফলন। ক্লায়েন্টদের বিশ্বাস, ব্যাংকিং সহযোগিতা এবং আমাদের দক্ষ কর্মীবাহিনী ছাড়া এই অগ্রগতি সম্ভব হতো না। আগামী দিনে বৃহৎ শিল্প প্রকল্প, আধুনিক কারখানা ও বাণিজ্যিক অবকাঠামো নির্মাণে আমরা আরও সক্রিয় ভূমিকা রাখব।”

ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুর রহিম বলেন, “আমরা শুরু থেকেই আন্তর্জাতিক মানের নকশা, নিখুঁত নির্মাণ ও নিরাপদ স্থাপন প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। সময়মতো প্রকল্প হস্তান্তর ও গুণগত মান বজায় রাখাই আমাদের প্রধান শক্তি। ভবিষ্যতে নতুন প্রযুক্তি সংযোজন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে আমরা কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।”

এছাড়া বক্তব্য রাখেন প্রখ্যাত কাঠামো নকশাবিদ প্রফেসর ডঃ এম শামীম জেড বসুনিয়া, মধুমতি ব্যাংকের পরিচালক এম এ মান্নান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিউল আজম, আইপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ শামসসহ সম্মানিত ক্লায়েন্ট, ব্যাংকার, সরবরাহকারী ও ব্যবসায়িক অংশীদারবৃন্দ।

সভা শেষে সন্ধ্যায় কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে ১২ বছর পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বোর্ড সদস্য, উর্ধ্বতন কর্মকর্তা, ক্লায়েন্ট, ব্যাংকিং অংশীদার, সরবরাহকারী, প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীসহ বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সফল আয়োজনের মাধ্যমে এমএআরএন স্টিল স্ট্রাকচার লিমিটেড তার যাত্রার নতুন অধ্যায়ের সূচনা করলো, যেখানে ভবিষ্যৎ প্রকল্পগুলোতে আরও উন্নত প্রযুক্তি ও সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।