Image description

শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাই কোর্ট। ভিপি পদপ্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিনজনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার এ আদেশ দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভোটের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হওয়ার মধ্যেই নির্বাচন স্থগিতের আদেশ আসে, যা উত্তর-পূর্বাঞ্চলের এই শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনার জন্ম দেয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, রাশনা ইমাম ও মনিরুজ্জামান আসাদসহ অন্যান্যরা। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন মোহাম্মদ হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

উল্লেখ্য, শাকসু নির্বাচনের জন্য গত ১৬ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। প্রথমে ভোটগ্রহণের তারিখ ছিল ১৭ ডিসেম্বর, পরে তা পরিবর্তন করে ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়।

এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘প্রভাবমুক্ত রাখতে’ গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশন এক আদেশে পেশাজীবীসহ সব ধরনের সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দেয়। তবে শিক্ষার্থীদের একাংশ ভোট আয়োজনের দাবিতে অনড় থাকেন। পরে ১৫ জানুয়ারি আচরণবিধি মেনে চলার শর্তে শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি দেয় নির্বাচন কমিশন।

এই সিদ্ধান্তসহ বিভিন্ন ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে রোববার থেকে ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। সোমবার দুপুরে শাকসু নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থি আট শিক্ষক পদত্যাগ করেন। এর পরপরই হাই কোর্টের আদেশে শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত আসে।

মানবকণ্ঠ/আরআই