Image description

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের নির্বাচন অন্যান্য সব নির্বাচনের চেয়ে ভিন্ন ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই ‘জুলাই সনদ’ বাস্তবায়িত হবে। যেহেতু জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোই নির্বাচনে অংশ নিচ্ছে, তাই সনদ বাস্তবায়নের দায়ভার তাদেরই বহন করতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি শিশু পার্কে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় প্রদানের মধ্য দিয়েই সমাজে ন্যায়বিচার, প্রকৃত গণতন্ত্র এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিজয় নিশ্চিত করা সম্ভব। তিনি স্থানীয় ওসমান হাদীর স্মৃতি চারণ করে বলেন, ঝালকাঠির এই বীর সন্তান নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। তার স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে আমাদের একটি সুস্থ, অবাধ ও সুন্দর নির্বাচন উপহার দিতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলম হোসেন।

সমাবেশে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে সাধারণ ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান।

মানবকণ্ঠ/ডিআর