Image description

জনগণের ভোটে সরকার পরিচালনার সুযোগ পেলে বগুড়াবাসীর প্রাণের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, শহীদ চান্দু স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণেরও প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা ও শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই আন্দোলনে জীবনদানকারী বীর শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়নে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা হবে। আমরা কোনো বিভক্তি চাই না, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”

সাবেক সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “অতীতে যারা ১০ টাকা কেজি চাল খাওয়ানোর লোভ দেখিয়ে জনগণকে ধোঁকা দিয়েছিল, তাদের পরিণতি সবাই দেখেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকলে সরকারি কোষাগার থেকে কেউ এক টাকাও চুরি করতে পারবে না। যারা জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, তাদের কাছ থেকে সেই টাকা উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হবে।”

নারীদের অধিকার ও নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “নারীরা আমাদের মায়ের জাত। তাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যোগ্যতার ভিত্তিতে তারা দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবেন। কেউ মায়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।”

যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অসম্মানিত করতে চাই না, বরং প্রতিটি যুবকের হাতে কাজ তুলে দিতে চাই। যুবকদের হাতকে কারিগরের হাতে পরিণত করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে।”

বক্তব্য শেষে তিনি বগুড়া জেলার ৭টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, জাগপা’র সহ-সভাপতি রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ। এছাড়াও বগুড়ার ৭টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা জনসভায় বক্তব্য রাখেন।

এর আগে জামায়াত আমির গাইবান্ধা থেকে বগুড়ায় প্রবেশের পথে মোকামতলা এবং বিকেলে শেরপুরে আয়োজিত পৃথক পথসভায় অংশগ্রহণ করেন।

মানবকণ্ঠ/ডিআর