Image description

প্রাত্যহিক প্রয়োজনে আমাদের প্রায়ই বিভিন্ন মার্কেটে যেতে হয়। তবে ঢাকা শহরের একেক এলাকার মার্কেট ও দোকানপাট সপ্তাহের একেক দিন বন্ধ থাকে। তাই ঘর থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো আজ কোন এলাকার মার্কেটগুলো বন্ধ। এতে যেমন অযথা ভোগান্তি কমে, তেমনি সময়ও বাঁচে।

নিচে সোমবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে, তার একটি তালিকা দেওয়া হলো:

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টর। এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা ও ক্যান্টনমেন্ট এলাকা।

পাশাপাশি গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার দোকানপাট সোমবার বন্ধ থাকে।

উল্লেখযোগ্য যেসব মার্কেট বন্ধ থাকে

  • মোল্লা টাওয়ার (রামপুরা)

  • আল-আমিন সুপার মার্কেট

  • রামপুরা সুপার মার্কেট

  • মালিবাগ সুপার মার্কেট

  • তালতলা সিটি করপোরেশন মার্কেট

  • কমলাপুর স্টেডিয়াম মার্কেট

  • গোড়ান বাজার ও মেরাদিয়া বাজার

  • আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স

  • দনিয়া তেজারত সুপার মার্কেট

  • আবেদীন টাওয়ার

  • ঢাকা শপিং সেন্টার

  • মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট

শহরের কোথাও যাওয়ার আগে সেই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি নিশ্চিত হয়ে নিলে আপনার যাত্রা আরও সহজ ও আরামদায়ক হবে।