আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৯২টি আসনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থী দিয়েছে। সোমবার সকালে গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এই তথ্য জানান।
তিনি বলেন, মনোনীত প্রার্থীদের মধ্যে ৮৫ জন আগে সংসদ সদস্য ছিলেন এবং জনগণের জন্য কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তার ভাষায়, “এই প্রার্থীরা জনগণের সেবা করেছেন, জনগণের পাশে থেকেছেন এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করার প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছেন।”
মাহদী আমিন আরও জানান, এবারের প্রার্থীদের মধ্যে ১৯ জন অতীতে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় এই অভিজ্ঞতা এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততা বিএনপিকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।
শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বিএনপির ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জন ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী, যা দলের প্রার্থীদের সক্রিয়তা ও প্রস্তুতির পরিচায়ক।
নারীর ক্ষমতায়নের বিষয়েও বক্তব্য দেন মুখপাত্র। তিনি জানান, এবার বিএনপি ১০ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা নারীর ক্ষমতায়নে দলের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কিছু রাজনৈতিক দল দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হওয়া সত্ত্বেও একজন নারী প্রার্থীও দেয়নি, যা দুঃখজনক ও হতাশাজনক।
মানবকণ্ঠ/আরআই




Comments