Image description

লাগামছাড়া গতিতে বাড়ছে সোনার দাম। বিশ্ববাজারে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ১০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন, যার ফলেই একের পর এক রেকর্ড ভাঙছে মূল্যবান এই ধাতুর দাম।

সোমবার (২৬ জানুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সেদিন স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৮৯ দশমিক ৭৮ ডলারে পৌঁছায়। এর আগে দিনের মধ্যেই দাম সর্বোচ্চ ৫ হাজার ১১০ দশমিক ৫০ ডলার পর্যন্ত উঠেছিল, যা সর্বকালের রেকর্ড।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম ১৮ শতাংশের বেশি বেড়েছে। ক্যাপিটাল ডটকমের সিনিয়র বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, মার্কিন প্রশাসনের নীতিগত অনিশ্চয়তা এবং মার্কিন সম্পদের ওপর আস্থার ঘাটতি বিনিয়োগকারীদের সোনার দিকে আরও বেশি ঝুঁকতে বাধ্য করছে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা, শুল্কসংক্রান্ত বিরোধ, ডলারের দুর্বলতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী ক্রয় চাহিদা—সব মিলিয়ে সোনার দাম আরও বাড়তে পারে। তাদের মতে, এ ধারা অব্যাহত থাকলে চলতি বছরেই প্রতি আউন্স সোনার দাম ৬ হাজার ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

মেটালস ফোকাসের পরিচালক ফিলিপ নিউম্যান বলেন, মাঝে মাঝে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিলে দামে সাময়িক পতন দেখা যেতে পারে, তবে শক্তিশালী চাহিদার কারণে দাম আবার দ্রুত ঘুরে দাঁড়াবে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বাড়ছে। স্পট রুপার দাম বেড়ে প্রতি আউন্স ১০৭ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে, প্লাটিনাম উঠেছে ২ হাজার ৮৬১ দশমিক ৯১ ডলারে এবং প্যালাডিয়ামের দাম বেড়ে হয়েছে ২ হাজার ৬০ দশমিক ৭০ ডলার।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তা যতদিন থাকবে, ততদিন সোনাসহ মূল্যবান ধাতুর বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি।

মানবকণ্ঠ/আরআই