বরাবরের মতোই উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ক্ষুদে শিক্ষার্থীদের আকর্ষণীয় ডিসপ্লে এবং নানা খেলাধুলা দর্শক ও অভিভাবকদের মন জয় করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে দিনব্যাপী রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মো. আক্তারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরু হয় বাংলা ও ইংরেজিতে তরজমাসহ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে প্রধান অতিথি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
লালমাটিয়া ক্যাম্পাসের প্রায় ২৩০০ শিক্ষার্থী ২৪২টি খেলায় অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দ্বিতীয়ার্ধে এভেরোজ অ্যালামনাই, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন খেলায় অংশ নেন। সারাদিন ছিল আনন্দঘন ও কর্মব্যস্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আতাউর রহমান মিয়াজী, ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিম, অনলাইন গ্রুপের চেয়ারম্যান ও স্কুলের ভাইস-চেয়ারম্যান সাজেদা আক্তার, পিয়ারসন পিএলসির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) লিটন আব্দুল্লাহ, ক্যামব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সারওয়াত মাসুদা রেজা এবং অক্সফোর্ড একিউএ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা।
স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডালিয়া নওরীন অনুষ্ঠানের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে খান মো. আক্তারুজ্জামান বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমাদের শিশুরাই হবে সেই নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশের দেশপ্রেমিক কারিগর। এভেরোজ লালমাটিয়া দেশকে এমন আদর্শ ও শিক্ষিত জেনারেশন তৈরি করছে।”
তিনি স্কুলের স্লোগান “কোয়ালিটি এন্ড সার্ভিস” উল্লেখ করে দাবি করেন, এভেরোজ লালমাটিয়া দেশের শ্রেষ্ঠ ইংলিশ মিডিয়াম এবং ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল। ‘ও’ ও ‘এ’ লেভেলে বহু শিক্ষার্থী হাই এচিভার এওয়ার্ড ও পিয়ারসন আউটস্ট্যান্ডিং লার্নার্স অ্যাওয়ার্ড পেয়েছে। বিশ্ব ও দেশ সেরা ফলাফলের পাশাপাশি প্রায় ৬০ জন শিক্ষার্থী পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করেছে, আরও অনেকে সম্পন্নের দ্বারপ্রান্তে।
তিনি আরও বলেন, এভেরোজের শিক্ষার্থীরা বিশ্বের ১০টি সনামধন্য বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে। অ্যালামনাইরা “এভেরোজ ফ্যামিলি” হিসেবে একতাবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরাও মূল্যবান বক্তব্য রাখেন। সবমিলিয়ে দিনটি ছিল শিক্ষা, খেলাধুলা ও আনন্দের এক অসাধারণ মিলনমেলা।




Comments