Image description

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, হাইকোর্টের আদেশ ও দলীয় প্রত্যয়ন পাওয়ায় মোবাশ্বের আলম ভূঁইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে, সোমবার কুমিল্লা-১০ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। ফলে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করা এই নেতার নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলে যায় এবং তিনি প্রার্থিতা ফিরে পান।

তবে একই আসনে বিএনপির আরেক প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে। সোমবার হাইকোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে তার রিট আপিলের শুনানির দিন ধার্য থাকলেও তা পিছিয়ে বুধবার (২৮ জানুয়ারি) নির্ধারণ করা হয়েছে।