Image description

সাভারের আশুলিয়ায় আজাদ (৩১) নামে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে সাভারের আশুলিয়ার ছয়তলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
 
পুলিশ জানায়, আজাদ সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় ইউনুসের ছেলে। তিনি ঝুটের ব্যবসা করতেন। কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে- ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটতে পারে। 

আহতের স্বজনরা জানান, দুপুরে সাভারের আশুলিয়ার ছয়তলা এলাকায় নিজের ঝুটের গোডাউনে যান আজাদ। পরে তাকে কেউ গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতারে ভর্তি করেন। 

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক মিয়া বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আজাদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পেটে গুলিবিদ্ধ হয়েছে। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও থানায় কেউ  অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।