চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন। তারা ঢাকার বিভিন্ন গণমাধ্যমের অপরাধ বিষয়ক প্রতিবেদক। তাদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর।
আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িত দুজনকে গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ‘ফ্যামিলি ডে’ ছিল। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তারা পার্কের সামনে রাখা বাসে উঠলে একদল সন্ত্রাসী টাকা দাবি করে। কী বাবদ টাকা দিতে হবে? জানতে চাইলে তারা রাস্তার পাশে বাস রাখার জন্য ‘পার্কিং ফি’ চায়। কিন্তু রাস্তার পাশে বাস রাখার জন্য তাদের কেন টাকা দিতে হবে– এমন প্রশ্ন তুললে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় তারা অকথ্য ভাষায় গালাগাল করে, এমনকি গুলি করার হুমকি দেয়। তারা উত্তেজিত হয়ে বাসে আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এর মধ্যে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়।
হামলায় গুরুতর আহত এস এম ফয়েজ, শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির ও সাখাওয়াত কাওসারসহ অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ঘটনার সঙ্গেসঙ্গেই নরসিংদীর পুলিশ সুপারকে বিষয়টি জানালে তিনি তখনই ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় আধাঘণ্টা সময় নেওয়ায় সন্ত্রাসীরা বেপরোয়া আচরণের সুযোগ পায়।
নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ–আল–ফারুক জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। অনতিবিলম্বে জড়িত সবাইকে গ্রেপ্তারের জন্য এরই মধ্যে দাবি জানানো হয়েছে।




Comments