Image description

ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে মঙ্গলবার বিকেলে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করেছেন। ২০০১-২০০৬ মেয়াদে বিএনপির সমালোচনা করা ওই দলটির প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, বিএনপি যদি দুর্নীতিতে চ্যাম্পিয়নই হতো, তবে সেই সরকারের মন্ত্রিসভায় থাকা ওই দলের দুজন সদস্য কেন তখন পদত্যাগ করে বেরিয়ে আসেননি।

তারেক রহমানের মতে, তৎকালীন সরকারের মন্ত্রীরা জানতেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত কঠোরভাবে দুর্নীতি দমন করছিলেন, যার ফলে তারা সরকারের শেষ দিন পর্যন্ত দায়িত্বে বহাল ছিলেন। তিনি দাবি করেন, আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী পলাতক স্বৈরাচারী সরকারের আমলেই দেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল, যা থেকে উত্তরণ শুরু হয়েছিল ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর।

বিকেল ৪টার দিকে স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ মঞ্চে আরোহণ করে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। বক্তব্যে তিনি নেতাকর্মীদের ভোট কেন্দ্রের পাহারাদার হওয়ার নির্দেশ দিয়ে বলেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের পরপরই কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে এবং ভোটের ফলাফল কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে।

আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন যে, নির্বাচনের পর বড় আকারের খাল খনন কর্মসূচিতে তিনি নিজেও জনগণের সঙ্গে কোদাল হাতে মাঠে থাকবেন।

জনসভায় লুৎফুজ্জামান বাবরসহ স্থানীয় প্রার্থীরা ময়মনসিংহের সবকটি আসন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সমাবেশস্থলে ‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে’ স্লোগানে মুখরিত পরিবেশ সৃষ্টি হয়।

মানবকণ্ঠ/আরআই