Image description

অভিনয় জীবনের তিন দশক পূর্ণ করায় বিশেষ স্বীকৃতি পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে প্রদান করা হচ্ছে পশ্চিমবঙ্গ গভর্নস অ্যাওয়ার্ড ‘বন্দে মাতরম’ সম্মাননা, যা রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মানগুলোর অন্যতম।

এর আগে গত বছর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন রানী। তারই ধারাবাহিকতায় ক্যারিয়ারে যুক্ত হলো আরও একটি মর্যাদাপূর্ণ সম্মান।

কলকাতায় জন্ম নেওয়া রানী মুখার্জি দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে বসবাস করলেও জন্মভূমি বাংলার সঙ্গে তার আবেগের সম্পর্ক অটুট। তাই পশ্চিমবঙ্গের গভর্নরের হাত থেকে এই সম্মান গ্রহণকে তিনি দেখছেন নিজের শিকড়ে ফিরে যাওয়ার অনুভূতি হিসেবে।

সম্মাননা প্রসঙ্গে রানী বলেন, “এটা আমার কাছে স্বদেশে প্রত্যাবর্তনের মতো। পশ্চিমবঙ্গ থেকে পাওয়া এই সম্মান আমার শিকড়ের উষ্ণ আলিঙ্গনের মতো অনুভূতি দিচ্ছে।”

তিনি আরও জানান, বাঙালি সংস্কৃতি তাকে শিখিয়েছে নীরব দৃঢ়তা, আত্মসম্মান ও মর্যাদার সঙ্গে নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকতে।

বলিউডে রানী মুখার্জির যাত্রা শুরু হলেও ২০০৫ সালে সঞ্জয় লীলা বানসালীর ‘ব্ল্যাক’ ছবির মাধ্যমে তার অভিনয়জীবনে আসে এক নতুন মোড়। এরপর একের পর এক ভিন্নধর্মী ও শক্তিশালী চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে।

মানবকণ্ঠ/আরআই