সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের অভিষেক আসরে শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটসাল দল। বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে চ্যাম্পিয়ন সাবিনা খাতুন ও তার সতীর্থদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় ছাদ খোলা বাসে করে হাতিরঝিল এম্ফিথিয়েটারের উদ্দেশে যাত্রা শুরু করে দলটি। বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে পথে পথে ভক্তদের উচ্ছ্বাসও দেখা যায়।
হাতিরঝিলে পৌঁছে নারী ফুটসাল দলের জন্য আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ক্রীড়া সংগঠক, ফেডারেশনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার নারীদের ফুটসালের প্রথম এই আসরে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সাফল্য উদযাপন করতে দেশজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি বিজয় মিছিল ও সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে।
মানবকণ্ঠ/আরআই




Comments