ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা বা উগ্রবাদী হামলার আশঙ্কা নিয়ে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাস শুক্রবার জানিয়েছে, ভোটকেন্দ্র, সভা-সমাবেশ, গীর্জা, মসজিদ ও মন্দিরের মতো ধর্মীয় স্থানগুলিতে সতর্ক থাকা জরুরি।
দূতাবাস বলেছে, শান্তিপূর্ণ বিক্ষোভও কখনো বিরোধপূর্ণ ও সহিংসতার রূপ নিতে পারে।
নাগরিকদের জন্য সাতটি পরামর্শ:
বড় জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা
পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা
স্থানীয় খবরাখবর পর্যবেক্ষণ করা
সতর্ক ও চুপচাপ থাকা
জরুরি যোগাযোগের জন্য চার্জ থাকা ফোন সঙ্গে রাখা
নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা
বিকল্প চলাচলের পথ পরিকল্পনা করা
এছাড়া, ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল, ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহনে সীমিত চলাচলের বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ঢাকার মার্কিন দূতাবাসও এই দুই দিনে “অনসাইট” পরিষেবা সীমিত রাখবে।
মানবকণ্ঠ/আরআই




Comments