পর্যটন বা সামাজিক ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।
শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মালয়েশিয়া সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল জানান, সরকারি হিসাবে এখন পর্যন্ত ৫৪ হাজার ৭৯১ জন বিদেশি নাগরিক ভিসা আইন লঙ্ঘন করেছেন। এর মধ্যে ২০২৫ সালে দেশজুড়ে অভিযান চালিয়ে ৫১ হাজার ১০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আর ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত আরও ৩ হাজার ৬৯১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
ফাহমি ফাজিল বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট নির্দেশ দিয়েছেন—পর্যটন বা সামাজিক ভিসায় প্রবেশ করে যারা গোপনে কাজ করছেন বা করার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মালয়েশিয়া সরকার জানায়, ভিসা সহজ করার সুযোগ নিয়ে যারা অভিবাসন আইন লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে বলা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত বিদেশিদের ওপর কঠোর নজরদারি বজায় থাকবে।
সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজার ও নিরাপত্তা রক্ষায় ভিসা অপব্যবহারের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments