গোলামি নয়, আজাদীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হোন: ডা. শফিকুর রহমান
গোলামি নয়, আজাদির বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান বলেছেন, “জুলাই এসেছে আল্লাহর নেয়ামত হিসেবে। জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও আমরা দেশ ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়বো না।” কুমিল্লায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় কুমিল্লার উন্নয়ন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন এবং ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নেতৃবৃন্দ জোড়ালো বক্তব্য দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা টাউন হল ময়দানে ১১ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারী জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারী জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম, ডাকসুর ভিপি আবু সাদিক কাইয়ুম,এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক কুমিল্লা -৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। জাগপার সভাপতি ইন্জিনিয়ার রাশেদ প্রধান। কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কুমিল্লা -আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগর সেক্রেটারী মু.মাহবুবর রহমান এর পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা -১০ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, কুমিল্লা -৮ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড.শফিকুল আলম হেলাল,কুমিল্লা -৫ দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড.মোবারক হোসেন,কুমিল্লা -৯ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড.সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা -৭:আসনে ঘড়ি প্রতিকের প্রার্থী মাওলানা সোলায়মান খান,কুমিল্লা -৩ দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা -২ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা,কুমিল্লা -১ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মনিরুজ্জামান বাহালুল।
জাকুসুর জিএস মাজহারুল ইসলাম, কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর যথাক্রমে মু মোছলেহ উদ্দিন ও অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, এনসিপি অঞ্চল সমন্বয়ক নভিদ নৌরজ শাহ, খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মো.সোলায়মান, এবিপাটি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি অধ্যক্ষ মজিবুর রহমান, কুমিল্লা মহানগরী সহকারি সেক্রেটারী যথাক্রমে কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোজাম্মেল হোসেন আবির, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি হাসান আহম্মেদ।
এনসিপি কুমিল্লা জেলা সমন্বয়ক ব্যারিস্টার মাজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস মনোহরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হামিদ, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, কুমিল্লা-৯ আসনে দাঁড়িপাল্লার নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সদস্য সচিব ও উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, কুমিল্লা জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন,“অবহেলিত কুমিল্লার পক্ষে কথা বলার অনুরোধ জানাই। কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করতে হবে এবং বিমানবন্দর চালু করতে হবে। কুমিল্লায় কোনো চাঁদাবাজের স্থান হবে না। গ্যাস সংকট, জলাবদ্ধতা নিরসন করে আমরা একটি আধুনিক কুমিল্লা গড়তে চাই।”
শহরের বিভিন্ন মোড়ে চারটি এলইডির মাধ্যমে নগরবাসী সমাবেশ উপভোগ করেন।




Comments