বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা কমিটির সহসভাপতি পদ থেকে পদত্যাগ করা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার বিকালে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে বরিশাল-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের উঠান বৈঠকে গিয়ে তিনি যোগদান করেন। এ সময় তার সঙ্গে ‘তিন শতাধিক’ অনুসারী জামায়াতে যোগ দেন।
গোলাম মাহমুদ মাহবুব মাস্টারকে পেয়ে উজ্জীবিত হয়েছেন বলে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা জানিয়েছেন।
বৃহস্পতিবার বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে দল থেকে পদত্যাগ করার চিঠি দেন গোলাম মাহমুদ মাহবুব মাস্টার। পদত্যাগপত্র তিনি নিজের ফেইসবুক আইডিতেও শেয়ার করেন।
এতে তিনি লিখেছেন, দীর্ঘ চার দশক ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে রাজনীতি করেছেন। এই দীর্ঘ সময় বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি মামলা-হামলা, জেল-জুলুম, নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তিনি নিজ দলে লাঞ্ছিত, বঞ্ছিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই দল থেকে পদত্যাগ করেছেন।
জামায়াতে ইসলামীতে যোগদান করে গোলাম মাহমুদ মাহবুব মাস্টার সাংবাদিকদের বলেন, “জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিএনপির অর্ধেক শেষ হয়ে যায়। খালেদা জিয়া মারা যাওয়ার পর বিএনপির বাকি অর্ধেকও শেষ হয়ে গেছে। বর্তমানে বিএনপির লেবেল আছে। বিএনপির লেবেলের মিথ্যার রাজনীতিতে আমি আর নিজেকে সম্পৃক্ত রাখতে চাই না। দলের মধ্যে লুটেরা, চাঁদাবাজ, মাদকসেবী, দখলবাজ আছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
“জামায়াতের মধ্যে এসব নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য তারা জীবন বাজি রাখে। সেই সত্যের সৈনিক হওয়ার জন্য জামায়াতে যোগ দিয়েছি।”
বরিশাল-২ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান বলেন, “৫ অগাস্টের পর দেশের মানুষের কাছে আমরা আমাদের তুলে ধরতে সক্ষম হয়েছি। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ গঠনের জন্য বিভিন্ন দল থেকে এসে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এর মাধ্যমে আমাদের বিজয় সুনিশ্চিত হবে।”




Comments