
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কারিকুলামে পরিচালিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশটির বাংলাদেশি প্রবাসীদের সন্তানদের শিক্ষা কার্যক্রমে এ দুটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৩ জন পাস করেছে এবং মাত্র ১ জন অনুত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৭.৭৩ শতাংশ।
এদিকে আমিরাতের আল আইনে অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকেও প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল। এ বছর মোট ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে ১৩ জন বিজ্ঞান বিভাগের ও ৬ জন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।
ফলাফলে দেখা যায়, ১২ জন বিজ্ঞান বিভাগের ও ৫ জন ব্যবসায় বিভাগের শিক্ষার্থী পাস করেছে। মোট পাসের হার ৮৯ শতাংশ। এদের মধ্যে দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে – একজন বিজ্ঞান বিভাগ থেকে এবং একজন ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে।
প্রবাসে বাংলাদেশি কারিকুলাম অনুসারে পরিচালিত এসব বিদ্যালয়ের সাফল্য প্রবাসী অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের সঞ্চার করেছে। শিক্ষাবিদদের মতে, প্রবাসের সীমাবদ্ধতার মধ্যেও এ ধরনের ফলাফল প্রমাণ করে, বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠছে।
Comments