Image description

চলতি মাসের ২৬ তারিখ থেকে আরম্ভ হয়েছে প্যারিস অলিম্পিক ২০২৪। চলুন দেখে নেয়া যাক অলিম্পিকের তৃতীয় দিনের অর্থাৎ ২৯ জুলাইয়ের কিছু ইভেন্টের ফলাফল, কে কে জিতলো কোন পদক। 

জিমন্যাস্টিকস: 

মার্কিন যুক্তরাষ্ট্রের পুরুষদের জিমন্যাস্টিকস দল নাটকীয় পরিস্থিতিতে ১৬ বছরের মধ্যে তাদের প্রথম পদক জিতেছে। যুক্তরাষ্ট্রের ব্রডি ম্যালোন টিম ইউএসএকে ব্রোঞ্জ জিতিয়েছেন। স্বর্ণ পেয়েছে জাপান আর রৌপ্য জিতছে চীন।

টেনিস: 

টেনিসে নোভাক জোকোভিচ পুরুষদের একক ফাইনালে নাদালকে পরাজিত করেছেন। 

সাঁতার: 

কানাডার ১৭ বছর বয়সী সাঁতার সেনসেশন সামার ম্যাকিনটোশ মহিলাদের ৪০০ মিটার প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। তিনি তার প্রথম সাক্ষাত্কারে বলেছেন, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মাত্র তিন বছর আগে যখন আমি ১৪ বছর বয়সী তখন প্রথম অলিম্পিকদলে যোগ দিয়েছি। আর আমি এখন এখানে। সময় উড়ছে। আমি মুহূর্তটি প্রচণ্ড উপভোগ করছি। 

অন্যদিকে, মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে আমেরিকান রেগান স্মিথ ৫৭.৯৭ সেকেন্ডে সেট শেষ করে সেমিফাইনাল মাঠে শীর্ষে উঠেছেন। তার এই সেটের টাইমিং অলিম্পিক রেকর্ড থেকে মাত্র ০.৫ সেকেন্ড দুরে ছিল। গত মাসে মার্কিন অলিম্পিক ট্রায়ালে এই ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েছিলেন স্মিথ। তৃতীয় স্থানে রয়েছেন আমেরিকান ক্যাথারিন বার্কফ। 

সাঁতার (মেডলে): 

মহিলাদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলেতে স্বর্ণপদক জিতেছেন কানাডার সামার ম্যাকিনটোশ। 

জুডো: 

মহিলাদের ফাইনালে কানাডার হয়ে স্বর্ণপদক জিতেছেন ক্রিস্টা দেগুচি। কানাডার জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। দেশটি অলিম্পিকে এর আগে কখনও স্বর্ণ জেতেনি। ব্রোঞ্জ পদক জিতেছেন জাপানের ফুনাকুবো হারুকা এবং রৌপ্য পেয়েছেন ফ্রান্সের সারাহ লিওনি সিসিকে।

ফেন্সিং: 

ফ্রান্সের জন্য আরেকটি স্বর্ণপদক জিতলেন ম্যানন অ্যাপিথি-ব্রুনেট। ফেন্সিংয়ে ফ্রান্সের আরেক প্রতিযোগী সারা বালজারকে হারিয়ে এ পদক জেতেন ব্রুনেট। সারা বালজার রৌপ্য এবং ইউক্রেনের ওলগা খারলান ব্রোঞ্জ জিতেছেন। 

সূত্র: দ্যা নিউ ইয়র্ক টাইমস।


মানবকণ্ঠ/এফআই