চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে বার্সেলোনা। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা হলেও প্রথমার্ধ গোলবিহীন থাকলেও দ্বিতীয়ার্ধে গোল হয়েছে পাঁচটি। দুই দফা পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরে বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু তৃতীয় দফা পিছিয়ে পড়ে আর পেরে ওঠেনি দলটি। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে ৩-২ গোলে হেরে। বদলি নেমে ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে বার্সেলোনার জয়ের নায়ক বনে যান ফেররান তোরেস।
বুধবার রাতে ইদুনা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে তোরেসের জোড়া গোল ছাড়া অপর গোলটি করেন দারুণ ছন্দে থাকা রাফিনিয়া। ডর্টমুন্ডের হয়ে গোল দুটি করেছেন সেরহু গুরাসি।
এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। আসরের প্রথম ম্যাচে হারের পর টানা পাঁচটি জয় তুলে নিল দলটি। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৮। ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ডর্টমুন্ড।
মানবকণ্ঠ/আরআই
Comments