Image description

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর আইপিএল। এবারের আসরে নতুন চমক আনতে যাচ্ছে আইপিএল। আইসিসির বৈশ্বিক ইভেন্ট বিশ্বকাপের আগে ওই টুর্নামেন্টের ট্রফি ট্যুর হয়। প্রথমবারের মতো সেই রীতি চালু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হাত ধরে শুরু হচ্ছে এটি। 

আসন্ন মৌসুমের আগে ভারতের নয়টি শহরে ট্রফি নিয়ে ঘুরবে চ্যাম্পিয়ন কলকাতা। ক্রিকেটাররা আসরটিকে খুব গুরুত্বের সঙ্গে দেখছেন। কারণ আইপিএলের পরই আগামী জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ।

আগামী ২১ মার্চ থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর। তার আগেই নয়টি শহর ঘুরে আসবে ট্রফিটি। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে আইপিএলের এই ট্রফি ট্যুর। শেষ হবে ১৬ মার্চ।

আসামের গুয়াহাটিতে প্রথমে যাবে আইপিএল ট্রফি। তার পরে ওড়িশার ভুবনেশ্বর, ঝাড়খণ্ডের জামশেদপুর ও রাঁচী, সিকিমের গ্যাংটক, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, বিহারের পাটনা ও পশ্চিমবঙ্গের দুর্গাপুর হয়ে কলকাতায় এসে শেষ হবে ট্রফি ট্যুর।

কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি গুয়াহাটি, ১৬ ফেব্রুয়ারি ভুবনেশ্বর, ২১ ফেব্রুয়ারি জামশেদপুর, ২৩ ফেব্রুয়ারি রাঁচী, ২৮ ফেব্রুয়ারি গ্যাংটক, ২ মার্চ শিলিগুড়ি, ৭ মার্চ পাটনা, ৯ মার্চ দুর্গাপুর, ১২ ও ১৬ মার্চ কলকাতায় থাকবে আইপিএল ট্রফি।

সেখানে ভক্তরা যেয়ে ট্রফি দেখতে পারবেন। পাশাপাশি ভক্তদের জন্য নানা রকম খেলার ব্যবস্থাও থাকবে। জিততে পারলে পুরস্কারও দেয়া হবে। ট্রফির সঙ্গে কলকাতার ক্রিকেটাররা যাবেন কি না তা অবশ্য এখনও জানানো হয়নি।

মানবকণ্ঠ/আরআই