
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা। এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের গুরুত্বহীন ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ১৩৫ রানের পুঁজি নিয়েও ১১ রানের জয় পায় পাকিস্তান। সেই জয়ে পাকিস্তান চলে গেছে ফাইনালে।
আগামী রোববার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। তার আগে আজ সুপার ফোরের গুরুত্বহীন ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। সুপার ফোরে টানা দুই হারে ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া শ্রীলঙ্কা আজ নিজেদের শেষ ম্যাচে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে চায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
ভারত একাদশ: সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আরশদীপ সিং ও বরুণ চক্রবর্তী।
শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কুসল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, জেনিথ লিয়ানাগে, দুশমন্থা চামেরা, মহেশ থেকশানা ও নুয়ান থুশারা।
উল্লেখ্য, দু’দলের সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে ভারত। মুখোমুখি শেষ ৫ লড়াইয়ের চারটিতেই জিতেছে মেন ইন ব্লু’রা। তবে দুবাইয়ে ২০২২ এশিয়া কাপ আসরে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিলো শ্রীলঙ্কা। সেই আত্মবিশ্বাসে জয় দিয়ে আসর শেষ করতে চাইবে লঙ্কানরা। ভারতও চাইবে অপরাজিত থেকে ফাইনাল খেলতে।
Comments