
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে কঠিন সময় পার করেছে বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রানের বড় ব্যবধানে জয় পায় মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের৫ করে নিতে চায় স্বাগতিকরা।
এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগার টিম ম্যানেজম্যান্ট। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে এসেছেন স্পিনার নাসুম আহমেদ। মূলত মিরপুরের উইকেটে স্পিনাররা সহায়তা পেয়ে থাকে। তাই নাসুমকে একাদশে এনেছে তারা।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
Comments