Image description

এশিয়া কাপে ভারতের জয়ী দলের হাতে ট্রফি হস্তান্তর নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আনুষ্ঠানিক দাবি সত্ত্বেও, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি তার পূর্বের শর্তে অটল রয়েছেন। বিসিসিআইকে পাঠানো এক জবাবে নাকভি সাফ জানিয়ে দিয়েছেন যে, আগামী মাসে দুবাইয়ে এসে তার হাত থেকেই ট্রফি গ্রহণ করতে হবে।

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল এসিসি প্রধান নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি। এই 'অপেশাদার' আচরণের কারণে নাকভি ক্ষুব্ধ হয়ে পুরো পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করে দেন। বর্তমানে ট্রফিটি এসিসির দুবাই অফিসে রাখা হয়েছে।

ট্রফি হস্তান্তরের জন্য বিসিসিআই আনুষ্ঠানিক ই-মেইল পাঠিয়ে দাবি জানালেও, এসিসি সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসিসি ভারতকে নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি বিশেষ ট্রফি প্রদান অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে।

এসিসি থেকে পাঠানো জবাবে বলা হয়েছে, "১০ নভেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। অধিনায়ক ও খেলোয়াড়দের সঙ্গে নিয়ে আমার কাছ থেকে ট্রফি গ্রহণ করুন।"

এর আগে, বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং সচিব সাইকিয়া উভয়েই নাকভির আচরণের কড়া সমালোচনা করেন। শুক্লা মন্তব্য করেন, "এশিয়া কাপ ট্রফি ভারতের প্রাপ্য। এটি অবিলম্বে বিজয়ী দলের হাতে তুলে দিতে হবে।" অন্যদিকে, সাইকিয়া এসিসি প্রধান নাকভির আচরণকে 'খেলোয়াড়সুলভ নয়' বলে আখ্যায়িত করেন।

জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী মাসে আইসিসি সভায় বিষয়টি উত্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টির পরিকল্পনা করছে।