| প্রতীকী ছবি
সিলেটের জৈন্তাপুরে বিজিবির গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আলমাস উদ্দিন চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।
জানা গেছে, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুইরঘাট বিওপির চারজন বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে টহল কার্যক্রমে অংশ নেন। টহল চলাকালীন সময়ে কী কারণে গুলি ছোড়া হয়, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে গুলিতে ঘটনাস্থলেই আলমাস উদ্দিন নিহত হন। তার মরদেহ বর্তমানে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি দাবি করেছেন।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক, লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও রিসিভ করেননি।



Comments