পটুয়াখালীতে ‘আমরা কমলাপুর সন্তান (আকস)’ উদ্যোগে ঔষধি গাছের চারা বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজ মাটির প্রতি ভালোবাসা ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের কৃতি ও প্রতিষ্ঠিত সন্তানদের সংগঠন আমরা কমলাপুর সন্তান (আকস)-এর উদ্যোগে ঔষধি গাছের চারা বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকসের সহসভাপতি মো. আনিছুর রহমান দেলোয়ার এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাফছীরুল হক মুন এবং কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ছালাম মৃধা।
স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন আকসের স্বাস্থ্য সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. রিফাত তামান্না প্রমি।
এ ছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আকসের সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিপুলসংখ্যক সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।




Comments