Image description

সরকারের যুগান্তকারী উদ্যোগে সারাদেশে প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যার লক্ষ্য প্রায় পাঁচ কোটি শিশু, কিশোর ও কিশোরীকে টাইফয়েডের বিরুদ্ধে সুরক্ষিত করা। এই কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শিশু শিক্ষা একাডেমিতে বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড টিকা প্রদান করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় জ্বর প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এই কর্মসূচি বাস্তবায়ন করছে। মাসব্যাপী এই টিকাদান কার্যক্রম আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত রেবিন জানান, "শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে টিকা বিষয়ে সচেতনতা বাড়াতে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি এবং সবাইকে টিকা গ্রহণে উৎসাহিত করছি। আশা করি, সরকারের এই মহৎ উদ্যোগের মাধ্যমে দেশের শিশুদের মধ্যে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।"

টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুর রহমান কামরান, সিনিয়র শিক্ষক আব্দুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।