চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ নারী দল।
মুম্বাইয়ে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস না হলেও, ৩৫ মিনিট পিছিয়ে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩৫ মিনিটে টস অনুষ্ঠিত হয়। টস জিতে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কর শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ নারী দল পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও, এরপর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। একাধিক ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল, ফলে সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে। তাই ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই আনুষ্ঠানিকতা।
ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে শুরু হবে।
বাংলাদেশ একাদশ
সুমাইয়া আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও মারুফা আক্তার।
ভারত একাদশ
প্রতীকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, জেমিমাহ রদ্রিগেজ, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), দিপ্তী শর্মা, উমা চেত্রি, আমানজত কৌর, রাধা যাদব, শ্রী চরণী ও রেনুকা সিং।



Comments