Image description

কুমিল্লা জেলা পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে জেলার তিতাস থানা পুলিশ ২৬ অক্টোবর (রবিবার) আনুমানিক ভোর রাতে তিতাস উপজেলার সাহাপুর গ্রামে অভিযান পরিচালনা করে বিভিন্ন অস্ত্র উদ্ধার সহ চার অস্ত্রবাজ নারী সদস্যদের গ্রেপ্তার করেছে। অভিযানের নেতৃত্ব দেন অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন এসআই উত্তম কুমার, এসআই কমল কৃষ্ণ সাহা, এসআই আবুল বাশার খন্দকার, এএসআই প্রিয়ব্রত, এএসআই রাজিবসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ প্রতিবেদককে বলেন—এলাকায় দুপক্ষের মারামারির ঘটনার পর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ১টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ১টি এলজি বন্দুক, ২টি পাইপগান, ১০টি সীসা কার্তুজ ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে পুলিশি উপস্থিতির কারণে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।