বাবরের ব্যর্থতার দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৫৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ শুরু করল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। প্রোটিয়াদের দেয়া ১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
মঙ্গলবার (২৮ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে রিজা হেন্ড্রিকসের ফিফটির পর টনি ডি জর্জি ও জর্জ লিন্ডের ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। হেন্ড্রিকস ৬০, জর্জি ১৬ বলে ৩৩ ও লিন্ডে করেন ২২ বলে ৩৬ রান। পাকিস্তানের পক্ষে তিনটি উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ।
লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। বাবরের পর ব্যর্থ হন অধিনায়ক সালমান আলী আঘাও। ৭ বলে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। দুজনকেই শিকার করেন বোশ। চতুর্থ উইকেটে উসমান খানকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন সাইম। সাইম আইউবের ৩৭ আর নাওয়াজের ৩৬ ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেনি প্রোটিয়াদের বোলিং দাপটের সামনে। তাতে ১১ বল বাকি থাকতে গুটিয়ে যায় পাকিস্তান। করবিন বোস ৪টি ও লিন্ডে শিকার করেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৯৪/৯ (হেনড্রিকস ৬০, লিন্ডা ৩৬, ডি জর্জি ৩৩, ডি কক ২৩; নেওয়াজ ৩/২৬, আইয়ুব ২/৩১)।
পাকিস্তান: ১৮.১ ওভারে ১৩৯ অলআউট (আইয়ুব ৩৭, নেওয়াজ ৩৬, ফারহান ২৪; বশ ৪/১৪, লিন্ডা ৩/৩১, উইলিয়ামস ২/২১)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৫৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জর্জ লিন্ডা।
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ১–০ তে এগিয়ে (৩ ম্যাচ সিরিজ)



Comments