 
                   ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে আজ শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ফর্ম এক অদ্ভুত বৃত্তে ঘুরছে - এক ফরম্যাটে জিতলে অন্যটিতে হার। এবার ওয়ানডে সিরিজ জিতলেও টি-২০ তে পিছিয়ে আছে লিটন দাসরা। মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা এই ম্যাচের একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
টপ অর্ডারে তানজিদ তামিম রান পেলেও সাইফ হাসান সেভাবে সফল নন। তবে সাম্প্রতিক ফর্মের বিচারে শেষ টি-২০ ম্যাচেও তাকে একাদশে দেখা যেতে পারে। লিটন দাসও থাকবেন। তবে টিম ম্যানেজমেন্ট চাইলে সাইফকে চারে খেলিয়ে পারভেজ ইমনকে টপ অর্ডারে সুযোগ দিতে পারে।
যদি এমনটা হয়, তাহলে একাদশের বাইরে চলে যেতে পারেন তাওহীদ হৃদয়। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার ওয়ানডেতে নিয়মিত ফিফটি পেলেও টি-২০ ফরম্যাটে রান পাচ্ছেন না। দ্বিতীয় ম্যাচে অফ ফর্মে থাকা নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে জাকের আলীকে সুযোগ দেওয়া হয়েছিল, যিনি ডট খেলে দলকে চাপে ফেলেছিলেন। শেষ টি-২০ ম্যাচে সোহান আবার একাদশে ফিরতে পারেন, সেক্ষেত্রে জাকের বা শামীম হোসেনের মধ্যে একজনকে বাদ পড়তে হতে পারে।
বোলিং বিভাগ অবশ্য বেশ ভালো করছে। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান ভরসা দিচ্ছেন এবং তানজিম সাকিব গত ম্যাচে মিতব্যয়ী বোলিং করেছেন। তাসকিন আহমেদও ভালো পারফর্ম করছেন। তবে শেষ ম্যাচে তাসকিনকে বিশ্রাম দিয়ে শরিফুল ইসলামকে একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে। স্পিন আক্রমণে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন তাদের জায়গায় থাকছেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
এই ম্যাচে একাদশের পরিবর্তন কতটা ফলপ্রসূ হয় এবং বাংলাদেশ হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
 
                



 
               
Comments