 
                   জামালপুরে মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের মেয়ে ছায়েবা আক্তার (১২), মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানি এলাকার আবু হোসেন (৭) ও একই উপজেলার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (৮)।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, শুক্রবার বিকালে ৬ শিশু একসঙ্গে ঝিনাই নদীতে গোসল করতে যায়। এ সময় ইয়াসিন (৭) নামের শিশুটি উঠে পড়লেও অন্য পাঁচ শিশু নদীতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে।
 
                



 
               
Comments