ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আয়ারল্যান্ড আবারও সরব হয়েছে। এবার তারা ইসরায়েলি ফুটবলকে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার সকল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার প্রস্তাব দিতে যাচ্ছে।
ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই) শনিবার ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে উয়েফার দুটি নীতিমালা ভঙ্গের অভিযোগ এনেছে এফএআই। এই প্রস্তাবের পক্ষে ৭৪টি ভোট পড়েছে।
আইরিশ গভর্নিং বডির সদস্যরা ইসরায়েলি ফুটবলের বিরুদ্ধে মূলত দুটি অভিযোগ এনেছে: কার্যকর বর্ণবাদ-বিরোধী নীতিমালা বাস্তবায়নে ব্যর্থতা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি ছাড়া ইসরায়েলি ক্লাবের ম্যাচ আয়োজন।
ভোটে ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ মত পাওয়ায় এফএআই আগামী ৩ ডিসেম্বর উয়েফার সভায় তাদের এই সিদ্ধান্ত জানাতে পারে।
এর আগেও তুরস্ক ও নরওয়ের ফুটবল কর্তৃপক্ষ সেপ্টেম্বরে উয়েফাকে ইসরায়েল ফুটবল দলকে প্রতিযোগিতার বাইরে রাখার আহ্বান জানিয়েছিল। এছাড়া, জাতিসংঘও ফিফা এবং উয়েফার কাছে ইসরায়েলকে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছিল।
বর্তমানে ইসরায়েল উয়েফার অধীনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে, যেখানে ১৬ নভেম্বর তাদের পরবর্তী প্রতিপক্ষ মলদোভা। তবে, আসন্ন বিশ্বকাপের আগে উয়েফা ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।




Comments