চীনের চংকিনে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারানোর পর এবার দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
সোমবার 'এ' গ্রুপের ম্যাচে ব্রুনাইকে হারানোর এই ম্যাচে বাংলাদেশের হয়ে কেউ হ্যাটট্রিক করতে পারেননি। রিফাত কাজী ও অপু রহমান দুটি করে গোল করেন। এছাড়া মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ প্রত্যেকে একটি করে গোল করে জয়ে অবদান রাখেন।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে বাঁ দিক থেকে ফয়সালের নিখুঁত পাস থেকে ফরোয়ার্ড মো. অপু রহমানের গোলে বাংলাদেশ লিড নেয়। এর ঠিক দশ মিনিট পর দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত কাজী। রিদুয়ানের দারুণ পাস থেকে ফয়সাল বল জালে জড়িয়ে দলের তৃতীয় গোলটি করেন। এর এক মিনিট পর মানিক দূরপাল্লার এক শক্তিশালী শটে গোল করে বাংলাদেশের স্কোর ৪-০ করেন।
বিরতির পরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন অপু রহমান। ৭৩ মিনিটে ফয়সালের নেওয়া লং শট ব্রুনাইয়ের গোলরক্ষক প্রথমে ঠেকালেও ফিরতি বলে রিফাত গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন। দুই মিনিট পর ব্রুনাইয়ের বক্সে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আরিফ বল দখলে নিয়ে ঠান্ডা মাথায় শট করে নিজের প্রথম গোলটি করেন। ৭৯ মিনিটে বায়েজিদের দারুণ গোলে বাংলাদেশ ৮-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের ছেলেরা শুরুতে আক্রমণাত্মক ও পজিটিভ ফুটবল খেলেছে। এতে গোলের সুযোগ এসেছে এবং কাজে লাগাতে পেরেছে বলে বড় জয়। এজন্য ফুটবলারদের ধন্যবাদ। আগামী ম্যাচেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে 'এ' গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে স্বাগতিক চীন, ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইন। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের মূল পর্বে খেলবে। টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে আগামী বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। এই গ্রুপে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী চীন ও বাহরাইন।




Comments