Image description

চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি কম্বলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, একটি কম্বলের গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ৭টি ইউনিট কাজ করছে।

আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় লোকজন এবং গুদামের কর্মীরাও সহযোগিতা করছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে বলে জানিয়েছেন আলমগীর হোসেন।