স্মৃতি মান্ধানার বিয়ের শানাই বেজে গিয়েছিল। ২৩ নভেম্বর ভারতের সুরকার ও নির্মাতা পলাশ মুছলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার। স্মৃতির গায়ে হলুদ হয়ে গিয়েছিল। সতীর্থদের সঙ্গে আনন্দের সেই ক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী ওপেনার। কিন্তু স্মৃতির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বিয়ে স্থগিত হয়ে যায়।
ভারতের সংবাদ মাধ্যমের মতে, সকালের নাস্তা করার সময় স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়েন। হার্ট অ্যাটাকের আশঙ্কা করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর স্মৃতি তার বিয়ে সংক্রান্ত সকল ছবি, পোস্ট ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলেন।
স্মৃতির বাবা হাসপাতালে ভর্তি হওয়ার পর হাসপাতালে ভর্তি হন হবু বর পলাশও। টানা কনসার্ট করায় বিশ্রামহীন থাকায় এবং পেটে গ্যাসট্রিক অনুভব করায় তিনি হাসপাতালে ভর্তি হন বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। মানসিক চাপের কথাও বলা হয়েছে।
বিষয়টি নিয়ে পলাশের মা সংবাদ মাধ্যমকে বলেছেন, স্মৃতির বাবার খুব কাছের ছিলেন পলাশ। হবু শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় এবং বিয়ে পিছিয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছে পলাশ। যদিও তার মা দাবি করেছেন, স্মৃতির আগে বিয়ে স্থগিতের পরামর্শ পলাশই দিয়েছিলেন।
তবে এই অসুস্থতা ও বিয়ে স্থগিত হওয়ার মধ্যে নাকি কিন্তু আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাশ মুছলের কিছু মেসেজের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি মেরি ডি কস্তা নামের একজনের সঙ্গে বার্তা-আদান প্রদান করেছেন। ছড়িয়ে পড়া মেসেজে দেখা গেছে- পলাশ ওই নারীকে সুইমিংয়ে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন, দেখা করার প্রস্তাব দিচ্ছেন, সকালে হাঁটতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন। স্মৃতির সঙ্গে সম্পর্কে পলাশ সুখী নন এমন বার্তাও আছে ছড়িয়ে পড়া মেসেজে। সেখানে পলাশ লিখেছেন- স্মৃতির সঙ্গে তার দেখা হয় সামান্যই। দু’জন দূরে দূরে থাকেন।
ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলো সত্য কিনা তা নিশ্চিত করতে পারেনি ভারতের সংবাদ মাধ্যম। তবে সংবাদ মাধ্যমগুলো ধারণা করছে, মেরি ডি কস্তা নামের ওই নারী একজন কোরিওগ্রাফার (নৃত্য পরিচালক)। পলাশের সঙ্গে তিনি পূর্ব পরিচিত এবং একে অপরকে বন্ধু বলে পরিচয় দিতে পছন্দ করেন। বিয়ের আগের দিনও পলাশ ও কস্তার ব্যক্তিগত পর্যায়ের কথোপকথন হয়েছে বলেও সংবাদ মাধ্যম দাবি করেছে।




Comments