বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের
স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। শুক্রবার (১২ ডিসেম্বর) কক্সবাজারে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সফরকারীরা।
এর আগে ৩, ৫, ৭ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত সিরিজের প্রথম চারটি ম্যাচে দুই দলই দুটি করে জয় পাওয়ায় ২-২ সমতায় ছিল সিরিজ। ফলে শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নেয়।
শুক্রবার দুপুর ১টায় কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ইমান নাসের। ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপে সাদিয়া ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ১৯.১ ওভারে মাত্র ৮৪ রানে অলআউট হয়ে যায়।
জয়ের জন্য ৮৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
ম্যাচে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন পাকিস্তানের বারিরাহ সাইফ। এছাড়া ৫ ম্যাচে সর্বোচ্চ ৯৮ রান সংগ্রহ করে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কার জেতেন পাকিস্তান অধিনায়ক ইমান নাসের।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উইমেন্স উইংয়ের প্রধান রাফিয়া হায়দার। তারা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
উল্লেখ্য, বাংলাদেশ সফর শেষে শনিবার (১৩ ডিসেম্বর) পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের দেশ ছাড়ার কথা রয়েছে।




Comments