দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে পাত্তাই দিল না বাংলাদেশ। সোমবার নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ১৩০ রানে অলআউট করে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে আজিজুল হাকিমের দল। হাতে ছিল আরও ২৫.১ ওভার। এই জয়ে সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলল বাংলাদেশের যুবারা।
দুবাইয়ের দ্য সেভেন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল নেপাল। উদ্বোধনী জুটিতে ৪০ বল থেকে ৪০ রান এলেও এরপর খেই হারায় তারা। বাংলাদেশের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হিমালয়ের দেশটি। শেষ পর্যন্ত ১৩০ রানেই গুটিয়ে যায় নেপাল।
বোলিংয়ে বাংলাদেশের হয়ে সেরা পারফর্মার ছিলেন মোহাম্মদ সবুজ। ৭ ওভারে মাত্র ২৭ রান খরচ করে ৩টি উইকেট শিকার করেন তিনি। এছাড়া সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও অধিনায়ক আজিজুল হাকিম প্রত্যেকে ২টি করে উইকেট নেন। নেপালর হয়ে আটে নামা অভিষেক তিওয়ারি সর্বোচ্চ ৩০ রান করেন।
১৩১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মাত্র ৪ ওভারের মধ্যে রিফাত বেগ (৫) ও অধিনায়ক আজিজুল হাকিম (১) সাজঘরে ফিরলে চাপে পড়ে দল। তবে সেই চাপ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ওপেনার জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী।
তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ১১৫ বলে ৯২ রানের এক দুর্দান্ত জুটি। কালাম ৬৬ বলে ৩৪ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আবরার। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করা আবরার এদিনও ছিলেন বিধ্বংসী। ৬৮ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচ শেষ করেন রিজান হোসেন (১২*) ছক্কা হাঁকিয়ে।
এই জয়ে ‘বি’ গ্রুপে টানা দুই জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তারা আফগানিস্তানকে হারিয়েছিল। আজ যদি অন্য ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয়, তবে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে।




Comments