সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় এক মুদি ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহমেদ স্বপনসহ (৩৯) চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার দুপুরে ছিনতাইয়ের ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা প্রায় এক ঘণ্টা রায়গঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
মামলার বাদী ভুক্তভোগী ব্যবসায়ী আসাদুল ইসলামের বাবা নূরুল ইসলাম। অভিযুক্ত অন্য আসামিরা হলেন- ধানগড়া উত্তরপাড়ার কামরুজ্জামান বাবুর ছেলে প্রান্ত (২৫), বেতুয়া গ্রামের দেরাজ আলীর ছেলে শাহীন সেখ (২৬) এবং মহেশপুর ঝাপড়া গ্রামের আবু আক্তারের ছেলে তানভীর (২৩)। প্রধান আসামি তৌকির আহমেদ স্বপন ধানগড়া অগ্রণী ব্যাংক এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানগড়া বাজারের পাইকারি মুদি ব্যবসায়ী আসাদুল ইসলামের কাছে দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন যুবদল নেতা স্বপন ও তার অনুসারীরা। চাঁদা দিতে অস্বীকার করায় তারা আসাদুলকে হুমকি দিচ্ছিলেন। এরই জেরে রোববার দুপুর ২টা ২০ মিনিটের দিকে আসাদুল ৪ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথে হক প্লাজার সামনে পৌঁছালে স্বপন ও তার সহযোগীরা তাকে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ছিনতাইয়ের ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত যুবদল নেতা তৌকির আহমেদ স্বপন বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় আমি জড়িত নই এবং ঘটনাস্থলেও ছিলাম না। একটি মহল আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করছে।’
সিরাজগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এস. এম আব্দুল আলীম জানান, বিষয়টি তার জানা নেই। তবে তদন্তে দলের কেউ অপরাধী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।




Comments