Image description

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামে রেকর্ড দামে দল পেলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। বাঁ-হাতি এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএলের ইতিহাসে এটিই কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম।

নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নাম ওঠার সঙ্গে সঙ্গেই তাকে দলে নিতে আগ্রহ দেখায় তার সাবেক ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলা এই পেসারকে ফিরে পেতে মরিয়া ছিল দলটি। তবে শুরু থেকেই তাকে দলে ভেড়ানোর লড়াইয়ে নামে কলকাতা নাইট রাইডার্স।

নিলামের মাঝপথে দিল্লি ক্যাপিটালস বিডে অংশ নিলেও দাম ৪ কোটি ছাড়াতেই তারা সরে দাঁড়ায়। এরপর শুরু হয় কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে কিনে নেয় শাহরুখ খানের দল কলকাতা।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। প্রথম মৌসুমেই বাজিমাত করেন তিনি; হায়দরাবাদকে শিরোপা জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন। এরপর থেকে নিয়মিত আইপিএলে খেলছেন এই টাইগারের পেসার। আট মৌসুমের আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট শিকার করেছেন তিনি।

আইপিএল ক্যারিয়ারে হায়দরাবাদ ছাড়াও রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং সর্বশেষ চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা গেছে তাকে। এবার তিনি মাঠ মাতাবেন কলকাতার হয়ে। এর আগে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও লিটন দাস। এর মধ্যে সাকিব আল হাসান কেকেআরের হয়ে আইপিএল শিরোপাও জিতেছেন।