তিন টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ৪৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রা মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায়। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে নিজেদের করে নেয় কিউইরা। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা পঞ্চম টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়ল নিউজিল্যান্ড।
সোমবার (২২ ডিসেম্বর) বিনা উইকেটে ৪৩ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুটা মন্দও করেনি তারা। জুটি নিয়ে গিয়েছিলেন ৮৭ রান পর্যন্ত।
তবে এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস। শেষ ৫১ রানে হারায় ১০ উইকেট। ৯৬ বলে ৬৭ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং। আরেক ওপেনার জন ক্যাম্পবেল ১০৫ বলে ১৬ রান করে আউট হন।
রেকর্ডময় টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ম্যান অব দা ম্যাচ ডেভন কনওয়ে। রেকর্ড গড়া পারফরম্যান্সে সিরিজের সেরা খেলোয়াড় হন ডাফি।




Comments