গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের আষাড়িয়াবাড়ী এলাকায় আফরিন আক্তার (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে এবং সন্ধ্যায় পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত আফরিন আক্তার আষাড়িয়াবাড়ী এলাকার আফসার আলীর মেয়ে এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্লা এলাকার সজিব হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে সজিবের সঙ্গে আফরিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত বুধবার আফরিন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকাল ৯টার দিকে স্বামীর সঙ্গে মুঠোফোনে তাঁর বেশ কয়েকবার কথা হয়। স্বজনদের দাবি, সকাল ১০টার দিকে নাস্তা খেয়ে আফরিন নিজের ঘরে গিয়ে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
তবে বিকেলে খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন মরদেহটি ঘরের বারান্দায় শোয়ানো অবস্থায় দেখতে পায়। ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ আগেভাগে নিচে নামানো এবং পারিবারিক কলহের জেরে মৃত্যুর বিষয়টি নিয়ে জনমনে ও পুলিশের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।”




Comments