Image description

ক্রীড়াক্ষেত্রে অবিশ্বাস্য সাফল্য ও বিশ্বরেকর্ডের জয়গান গেয়ে ভারতের সম্মানজনক ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ জয় করলেন তরুণ ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৪ বছর বয়সী এই কিশোরের হাতে এই সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দেন।

২০২৫ সালটি বৈভবের জন্য ছিল রেকর্ডের বছর। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের মেগা নিলামে ডাক পেয়ে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলা এই বাঁহাতি ব্যাটার মাঠে নেমেও দেখিয়েছেন তার সহজাত প্রতিভা। আইপিএল ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে তিনি জানান দিয়েছিলেন, তিনি বড় মঞ্চের জন্যই তৈরি।

যুব ওয়ানডে ক্রিকেটে বৈভব সূর্যবংশী এখন বিশ্বের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। মাত্র ১৪ বছর ১০০ দিন বয়সে শতক হাঁকিয়ে তিনি বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১৪ বছর ২৪১ দিন) দীর্ঘদিনের রেকর্ডটি নিজের করে নেন। এছাড়া পাকিস্তানের কামরান গুলামের রেকর্ড ভেঙে মাত্র ৫২ বলে দ্রুততম যুব ওয়ানডে সেঞ্চুরির গৌরবও এখন বৈভবের দখলে।

ঘরোয়া ক্রিকেটেও বৈভবের ব্যাটে রানের অগ্নিঝরা বিচ্ছুরণ দেখা গেছে। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সেই ম্যাচে ৮৪ বলে ১৯০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলার পথে তিনি মাত্র ৫৯ বলে ১৫০ রান পূর্ণ করেন, যা সিনিয়র লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দেড়শ রানের নতুন বিশ্বরেকর্ড।

বৈভবের অতিমানবীয় ব্যাটিংয়ের ওপর ভর করে বিহার সেই ম্যাচে ৫৭৪ রান সংগ্রহ করে, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল তামিলনাড়ুর (৫০৬ রান)। মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করে বৈভব এখন পুরুষদের এই ফরম্যাটে বিশ্বের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

ক্রিকেট বিশ্বের উদীয়মান এই নক্ষত্রের অসামান্য এই অবদানের স্বীকৃতি হিসেবেই ভারত সরকার তাকে এই রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করল। ৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য এটি ভারতের সর্বোচ্চ সম্মাননা, যা বৈভবের হাত ধরে আরও একবার ক্রিকেটের জয়গান গাইল।