Image description

২৩ বছর ক্যারিয়ারের এক হাজার তিনশ'তম মাইলফলকের ম্যাচে জয় দিয়ে জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবারও (২৭ ডিসেম্বর) তার জোড়া গোলে জয় পেলো আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচে আল ওখুদকে ৩-০ গোলে হারালো তারা।

মাঠে নেমেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেন সিআর সেভেন। পেশাদার ফুটবলার হিসেবে ২৩ বছরের ক্যারিয়ারে এটি ছিলো রোনালদোর এক হাজার তিনশ'তম ম্যাচ। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন আর মাত্র দুজন ফুটবলার।

আল ওখুদের বিপক্ষে শুরু থেকেই পর্তুগিজ ফুটবলার ছিলেন দারুণ ছন্দে। ৩১ মিনিটে সতীর্থের কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো। আর প্রথমার্ধ্বের যোগ করা সময়ে পূরণ করেন জোড়া গোল।

পায়ের আলতো টোকায় প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানান রোনালদো। যা তার ক্যারিয়ারের ৯৫৬তম। এরপর বিরতি থেকে ফিরে দলের হয়ে তিন নম্বর গোল করেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স।

হ্যাটট্রিক হতে পারতো রোনালদোর। কিন্তু গোল করলেও তা বাতিল হয়ে যায় অফসাইডে। শেষ পর্যন্ত ৩-০'তেই জিতে মাঠ ছাড়ে আল নাসর।

মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রোনালদোর আল নাসর। টানা দশ ম্যাচ জিতেছে তারা। প্রো লিগে ১০ ম্যাচে রোনালদোর গোল ১২টি।