চলমান বিপিএলে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএলকে পাত্তাই দিচ্ছেন না তিনি। সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিপিএল নিয়ে মাথা ঘামানোর সময় তাঁর নেই, তাঁর সব চিন্তা কেবল আইপিএল নিয়ে।
সিলেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্সের ম্যাচ চলাকালীন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফাহিম আল চৌধুরী বলেন, "আমি দুঃখিত, বিপিএলকে আমার গোনার টাইম নাই। আমি আইপিএল নিয়ে চিন্তা করি। বিপিএলের কোনো দলকেই আমার শক্তিশালী মনে হয় না। আমার মাথার মধ্যে সব সময় আইপিএলটাই ঘোরে।"
দলের শক্তিমত্তা বাড়ানো নিয়ে বড় পরিকল্পনার কথা জানান এই উপদেষ্টা। তিনি বলেন, "যদি কোনোভাবে সিলেট টাইটান্স সেমিফাইনাল পর্যন্ত চলে যেতে পারে, তবে পাকিস্তান বা ভারত—যেখান থেকেই হোক আমি বড় খেলোয়াড় নিয়ে আসব। দরকার হলে আমি মোহাম্মদ শামিকে ব্ল্যাংক চেক (ফাঁকা চেক) দিয়ে দেব।"
ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে সিলেট টাইটান্সে ভেড়ানো প্রসঙ্গে এক মজার ব্যাখ্যা দেন ফাহিম আল চৌধুরী। মঈন আলীর স্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় তাঁকে ‘সিলেটের জামাই’ হিসেবে সম্বোধন করে তিনি বলেন, "মঈন আলী হচ্ছে আমাদের সিলেটের জামাই। যখন জামাইকে তাঁর শ্বশুরবাড়ি থেকে ডাক দেওয়া হয়, তখন আর না করা যায় না। সেই টানেই মঈন আলী আমাদের হয়ে খেলতে রাজি হয়েছেন।"
বিপিএল চলাকালীন একজন ফ্র্যাঞ্চাইজি উপদেষ্টার এমন মন্তব্য ক্রিকেট পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিপিএলের মান ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তাঁর এই খোলামেলা নেতিবাচক ধারণা সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সিলেট টাইটান্সের হয়ে এই মৌসুমে তিনি শেষ পর্যন্ত কতটুকু চমক দেখাতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।
মানবকন্ঠ/আরআই




Comments